বাংলায় যেমন রূপকথার গল্প আছে তেমনি চাকমা, মারমা, ত্রিপুরা সহ সকল জাতি সত্তার এমন রুপকাহিনী রয়েছে । এসব রুপকাহিনী বা রূপকথার গল্পগুলো দাদা দাদীদের মুখে মুখে ছিল । তখনকার সময়ে দাদা দাদীরা তাদের ছেলে-মেয়ে, নাতি-নাতনিদের এসব রূপকথার গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন । এভাবেই চলতে চলতে সে সব গল্প গুলো এখন বই আকারে বের হয়েছে । এসব রূপকথার গল্প গুলোকে চাকমা সমাজে ”পচ্ছন” বলে অভিহিত করা হয় । এমন কয়েকটি গল্প নিয়ে লেখক “বঙ্কিম চন্দ্র দেওয়ানে”র এই বইটি সংকলন করা হয়েছে ।
দিন দিন হারিয়ে যাচ্ছে এই সব গল্প গুলো । এখনকার মায়েদের বা দাদা-দাদিদের মুখে এসব গল্প শোনা হয়ে উঠে না । এসব গল্পে অনেক কিছু শেখার আছে । আমি মনে করি আগেকার দিনে েএসব গল্প শোনানো হতো বলে তখনকার সময়ের মানুষের মন খুবই ভাল তাদের মধ্যে একতা ছিল । আত্মীয়দের মাঝে ছিল অগাত ভালভাসা । কিন্তু বর্তমানে দেখা যায় শুধু হিংসার দাবানল । আপনি যদি আপনার সন্তানকে ভাল মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে এখনি বইটি পড়ে গল্প গুলো আপনার সন্তানকে শোনান । দেখবেন তার চিন্তাধারা তার স্বভাব পরিবর্তন হচ্ছে । বইটি ডাউনলোড করতে নিচের "Download PDF" লেখাতে চাপুন ।।
1 মন্তব্যসমূহ
Good job
উত্তরমুছুনJhu Jhu
Welcome to my blog. I don't know how much my blog will help you. Can not help as you like? Let me know your choice in the comments to get your choice. I will try to give your favorite poems and books. Thank you for coming to my blog, come back .