"বাংলা গানের লিরিক্স"
আমার ঘর—পুড়ে পুড়ে ছারখার,
চারিদিক, চারিদিক কান্না, হাহাকার!
এই পাহাড়—জ্বলে পুড়ে একাকার,
চারিদিক, চারিদিক কান্না, হাহাকার!
আমি মানবতা খুঁজে ফিরি এই রাষ্ট্রের আঙিনায়,
ভিটেমাটি ছেড়ে যাব কোন ঠিকানায়?
মৃত্যুপুরী পাহাড়ে মানুষ কত অসহায়!
নিদারুণ যন্ত্রণায়, কত জীবন থেমে যায়!
শৈশব কেটে যায় অজানা আশঙ্কায়—
কে দেবে জবাব? কার আছে দায়?
রাষ্ট্র, তুমি বধির—জবাব দেবে কি আমায়?
আজীবন সয়েছি নিষ্ঠুর কষাঘাত!
বুকে-পীঠে জমে আছে দেখো, কত রক্তের দাগ!
বাকরুদ্ধ আমি! হারাই সাহস দাঁড়াবার,
নেই প্রতিবাদ! ওরা নির্বাক, যেন এক নির্মম কারাগার!
আমি মানবতা খুঁজে ফিরি এই রাষ্ট্রের আঙিনায়,
ভিটেমাটি ছেড়ে যাব কোন ঠিকানায়?
পাহাড় দখল হয়ে যায় ওদের ইন্ধন আর লালসায়!
সাজেক, ক্রাউডং, চিম্বুক—আর কত পাহাড় যে হারায়!
কত বীভৎসতার নীরব সাক্ষী—
বয়ে চলা পাহাড়ি ঝর্ণা-ঝিরি!
ইট-পাথরের চাপে ক্লান্ত—
গজনী, নীলাচল, নীলগিরি!
রক্তাক্ত পিনোন-হাদির মাঝে আমি মানবতা খুঁজে ফিরি—
নিপীড়িত, আমরাও মানুষ!
বেঁচে থেকেও কেন, অজস্রবার মরি?
কথা: Toni Ch Sangma
সুর: Toni Ch Sangma & Ahnaf Khan Anik
সংগীতায়োজন: Ahnaf Khan Anik
ভিডিও সম্পাদনা: Prince Aronno Mrong
চিত্রগ্রাহক: Arpon Ghagra
চিত্রকর্ম: Tufan Chakma
রেকর্ডিং এবং মাস্টারিং: Studio KD16
খুবই সুন্দর একটি গান
ReplyDelete