জেগে ওঠো আদিবাসী
জেগে ওঠো আদিবাসী সকলে,
মোদের অধিকার কাড়তে হবে ।
যে যেভাবে পারো, জেগে ওঠো;
তোমরাই আধিবাসী সকলে ।
প্রতিবাদ করো লেখায় লেখায়,
অধিকারের কথা তোলো বইয়ের পাতায় ।
ছড়িয়ে দাও বিশ্বব্যাপি, ছড়িয়ে দাও
আমরাই আদিবাসী, আমরাই আদিবাসী ।
গলা ছেড়ে বলো অধিকারের কথা,
মোরা অদিবাসী বৈচিত্র্যে ভরা ।
ভাষা, বর্ণমালা, রীতি-নীতি, সংস্কৃতি
পোশাক-আশাক আছে আমাদের সবই
আমরাই আদিবাসী, আমরাই আদিবাসী ।
দোল ইক্কো কবিদ্যো
ReplyDelete