এই ব্লগটি সন্ধান করুন

চিটাগং হিল ট্রাক্টস লেখক সম্মাননা ২০২৫ ইং এর সম্মাননা প্রাপ্ত ব্যক্তিত্ব কবি ও নাট্যকার অলিন্দ্র লাল ত্রিপুরা

 

চিটাগং হিল ট্রাক্টস লেখক সম্মাননা ২০২৫ ইং এর সম্মাননা প্রাপ্ত ব্যক্তিত্ব কবি ও নাট্যকার অলিন্দ্র লাল ত্রিপুরা


অলিন্দ্র লাল ত্রিপুরা
নিভৃতচারী এক কবি ও নাট্যকার


অলিন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ এবং বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি একাধারে কবি, নাট্যকার ও সংস্কৃতিজন হিসেবে সুপরিচিত। ১৯৫৪ সালের ২ জুলাই তারিখে খাগড়াছড়ি জেলার প্রত্যন্ত কেশব মহাজন পাড়ায় কেশব চন্দ্র ত্রিপুরা ও ধনলক্ষী ত্রিপুরার ঘরে তাঁর জন্ম।
বর্তমানে তিনি খাগড়াছড়ি পৌরসভা এলাকার খাগড়াপুর গ্রামে অবসর জীবন যাপন করছেন। শিক্ষাজীবনে তিনি কেশব মহাজন পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শুরু করেন এবং এরপর রাঙ্গামাটি শাহ্ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পাশাপাশি, তিনি ফেনীর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পি.টি.আই.) থেকে সি ইন এড. ডিগ্রি অর্জন করে শিক্ষকতা ও সমাজকেন্দ্রিক কর্মজীবনের প্রস্তুতি নেন। তবে তাঁর প্রধান পরিচিতি গড়ে উঠেছে তাঁর সাহিত্য এবং সাংস্কৃতিক অবদানের মাধ্যমে, যেখানে তিনি বিশেষত ককবরক (ত্রিপুরা) ভাষা ও সংস্কৃতির উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছেন। এই নিবিড় সাহিত্য সাধনার ফলস্বরূপ তাঁর বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ১) 'হাপংনি ককলপ' বা 'পাহাড়ের কবিতা' নামে কাব্যগ্রন্থ (২০১২), 'মুকসৌমা' নামে ত্রিপুরা ভাষায় রচিত নাটক সংকলন (২০২১), এবং 'শিলারূপী নারায়ণ মাহাত্ম্য' নামে একটি ধর্মীয় গ্রন্থ (২০২১)। তাঁর এই অনবদ্য কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সময়ে একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।
প্রাপ্ত সম্মাননাগুলোর মধ্যে রয়েছে: ১) ককবরক ভাষা, নাটক রচনা ও নির্দেশনায় বিশেষ অবদানের জন্য তিনি "খাগড়াছড়ি থিয়েটার সম্মাননা-২০২৫" জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) কর্তৃক "জাক পদক-২০২৩", য়ামুক সাংস্কৃতিক আন্দোলন কর্তৃক “বিশেষ সম্মাননা-২০২১” এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ কর্তৃক “বিশিষ্টজন সম্মাননা-২০১৯” অর্জন করেন। ১৯৯৮ সালে তিনি ত্রিপুরা নাটক বিকাশে অবদানের জন্য 'এশিয়া থিয়েটার পদক ১৯৯৮' পান।
সাংগঠনিক জীবনে তিনি ২০০৮ থেকে ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত খাগড়াছড়ির "বলংরায় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক” হিসেবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। অলিন্দ্র লাল ত্রিপুরা তাঁর লেখালেখি ও সাংগঠনিক কার্যকলাপের মাধ্যমে ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

তথ্যসূত্র: চিটাগং হিল ট্রাক্টস লেখক সম্মাননা ২০২৫ইং





অলিন্দ্র লাল ত্রিপুরা / Arindra Lal Tripura
কবি
নাট্যকার
সংস্কৃতি কর্মী

কোন মন্তব্য নেই:

Jhu Jhu

Welcome to my blog. I don't know how much my blog will help you. Can not help as you like? Let me know your choice in the comments to get your choice. I will try to give your favorite poems and books. Thank you for coming to my blog, come back .

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.