আসছে ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি।১৯৯৭ সালে সরকার পক্ষের সাথে জেএসএস(জনসংহতি সমিতি)র দীর্ঘ যুদ্ধের পর ২রা ডিসেম্বর একটি চুক্তিতে স্বাক্ষর করেন।যে চুক্তিতে ৭২টি ধারা রয়েছে।ধারা গুলোর মধ্যে বিশেষ বিশেষ ধারা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা, ভূমি বিরোধ নিষ্পত্তি করন ইত্যাদি।
![]() |
ভাল নেই পাহাড় ও পাহাড়ের মানুষ |
পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত পাহাড়িরা ক্ষতির সম্মুখীন হন।কখনও সেটেলার বাঙালি কখনও সেনা শাসন মিথ্যা মামলা কখনও নিজেদের আঞ্চলিক দলের কাছে।পাহাড়িরা কোন দিকেই এগোতে পারছে না।ব্যবস্যা করতে চাইলেও বিভিন্ন আঞ্চলিক সংগঠনকে চাঁদা দিতে হয়।সে কারণে অনেকে ব্যবসাও করে না।তাই পাহাড়ে পাহাড়িদের বেকারত্ব সংখ্যা বেড়েই চলেছে।
ভাইয়ে ভাইয়ে শত্রুতা।কতগুলো সংগঠনের কিছু কর্মী আছে যাদের ব্যাক গ্রাউন্ড ভাল নয় তারা সমাজে কারো না কারো সাথে কোন একটা দন্ড বা বিরোধিতা করে হিংসার রাজনৈতিক সংগঠনে যোগদান করেন বিরোধী ব্যাক্তিকে মেরে ফেলার জন্য।তাই পাহাড়ে প্রায় সময় দেখা যায় নিরাপরাদ ব্যাক্তি কোন এক ভাইয়ের বন্ধুকের গুলিতে বুক ঝাঁঝরা হয়েছে।এই তো আজ ৩০শে নভেম্বর সাজেকে এক ভাই ভাইয়ের গুলিতে জীবন হারালো।অথচ তিনি সামান্য এক মটর সাইকেল ভাড়াটিয়া।
পাহাড়ে এখন ভাল চিন্তা বা কথা স্বাধীন ভাবে বলা যায় না যদি একটু এদিক সেদিক হয় তাহলে শেষ।কখনও পাহাড়ি ভাইয়ের হাতে কখনও সরকারি বাহিনীর হাতে।
পাহাড় ভাল নেই পার্বত্য চুক্তি বাস্তবায়ন হচ্ছেনা।২৫টি বছর পেরিয়ে যাচ্ছে তবু শান্তি ফিরছে না পাহাড়ে।আর কত বছর অপেক্ষা করতে হবে আর কত সাধারণ লোকের জীবন দিতে হবে, ভাইয়ের কিংবা সরকারি বাহিনীর হাতে।সেই কবে থেকে শুনে আসছি সরকার পক্ষ বলে যাচ্ছে পার্বত্য চুক্তির এতগুলো ধারা বাস্তবায়িত হয়েছে এতগুলো আংশিক হয়েছে এতগুলো চলমান রয়েছে আর দ্বিতীয় পক্ষ বলে যাচ্ছে না এতগুলো ধারা বাস্তবায়িত হয়নি কিছু কিছু হয়েছে।আসলেই প্রকৃত ভাবে বিশ্লেষণ করলে দেখা যায় বেশীর ভাগই বাস্তবায়ন হয়নি।
No comments:
Jhu Jhu
Welcome to my blog. I don't know how much my blog will help you. Can not help as you like? Let me know your choice in the comments to get your choice. I will try to give your favorite poems and books. Thank you for coming to my blog, come back .