পথ চলা
শাহ জামাল উদ্দিন
আমার যখন দুপুর তোমার তখন সকাল বেলা
হলো না আর আমাদের একসাথে হাত ধরে হেঁটে চলা ।
চৈত্রের খাঁ খাঁ রোদের সিঁড়ি বেয়ে
আমার উপরে ওঠা
তোমার দেখি ফাল্গুনের মাতাল হাওয়া ।
আমার এখানে শুস্ক বালুময় ভুমি
তোমার আছে বরফ নদী
আমি যখন পাড় ভাঙার শব্দ শুনি
তখন প্রেমের চিঠি লিখ তুমি !
আমার চোখ থেকে যখন ফোঁটা ফোঁটা অশ্রু ঝরে পড়ে
তখন অজস্র শিশিরের ফোঁটা
তোমার পায়ে পড়ে।
তোমার বারান্দায় যখন চাঁদের আলো
আমার এখানে তখন অন্ধকারের নিকষকালো ।
আমি যদি বদলাতে না পারি নিজেকে
অন্তত একটা জোছনাভেজা রাত দিয়ে যেও আমাকে ।
Sundor kobita
ReplyDelete