Search This Blog

কবি চুনিলাল দেওয়ান জীবনী ও সাহিত্যকর্ম ।। chunilal-dewan-kobi-jiboni

 

চাকমা আধুনিক কবিতার প্রথম লেখক চুনিলাল দেওয়ান


কবি চুনিলাল দেওয়ান জীবনী ও সাহিত্যকর্ম ।। chunilal-dewan-kobi-jiboni



চিত্র শিল্পী চুনিলাল দেওয়ানের জন্ম ৩রা ফেব্রুয়ারী ১৯১১ ইংরেজী (২০ শে মাঘ, ১৩১৭ বঙ্গাব্দ) । তার পৈত্রিক কর্মস্থল পার্বত্য চট্টগ্রামের দীঘিনালায়৷ তাঁর পিতার নাম শশী কুমার দেওয়ান৷ মাতার নাম নয়নতারা দেওয়ান । চুনিলাল শৈশবে মাতৃহারা হয়ে জনৈকা ধাত্রীর দ্বারা লালিত হন। চুনিলাল দেওয়ান লেখাপড়ায় বেশ ভালো ছিল।
প্রাতিষ্ঠানিক শিক্ষা:
চিত্রশিল্পী চুনিলালের নিবাস চেঙ্গী বড়াদম, ৬১নং মাইছছড়ি মৌজা, থানা ও উপজেলা- নান্যাচর, রাঙ্গামাটি পার্বত্য জেলা। তিনি নান্যাচর এম.ই স্কুলে শিক্ষা শুরু করেন। তারপরে সরকারী উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নের পর তাঁর শিক্ষা সমাপ্তি ঘটে।

চিত্রাংকন ও ভাষ্কর্য শিক্ষা:
ছোটবেলা থেকে ছবি আঁকা, কবিতা লেখা, গান গাওয়া, বাদ্যযন্ত্র বাজানো তাঁর আগ্রহ৷ তৎসময়ে দুর্গম যাতায়াত ব্যবস্থা ও অন্যান্য বাধা বিপত্তির মধ্যেও মাত্র ২০০ টাকা পড়াশুনা খরচ নিয়ে কলকাতায় ১৯২৮ সনে কলকাতা আর্টস স্কুলে ভর্তি হন। দীর্ঘ ছয় বৎসর অধ্যয়ন করে ১৯৩৪ সনে আর্ট এন্ড ক্রাপ্ট কমার্শিয়াল বিভাগে ডিগ্রি লাভ করেন। তিনি উক্ত সময়ে ভাস্কর কাজেও দক্ষতা লাভ করেন।

শিক্ষকতা:
১৯৪৬ সনে চুনিলাল রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ে মাসিক ৮০ টাকা বেতনে ড্রইং শিক্ষক নিযুক্ত হন এবং মাত্র ২ বৎসর এ পদে তিনি বহাল ছিলেন৷

সম্মানলাভ:
১৯৪৬ সনে রাঙ্গামাটি প্রদর্শনীতে অংশগ্রহন করে চুনিলাল ১ম পুরস্কার হিসাবে পদক লাভ করেন। কাঠের খোদায় করা ১টি মাসুম শিশু ও মায়ের কংকালসার দৃশ্য সংরক্ষিত আছে। পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ থেকে সংস্কৃতি চিত্র শিল্পী হিসাবে অনন্য অবদানের জন্য সম্মাননা ২০০১ কৃতিব্যক্তি হিসাবে শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করা হয় (১৬ জুন, ২০০১ সন)।
লেখা প্রকাশনা :
তিনিই চাকমা আধুনিক কবিতার প্রথম লেখক। প্রকাশনা সাহিত্যাঙ্গনের ৯ম প্রকাশনা দেবী প্রসাদ দেওয়ানের প্রকাশনায় এবং তৎকালীন রাঙ্গামাটি সরকারি কলেজের প্রফেসর নন্দলাল শর্মার সম্পাদনায় চিত্রশিল্পী চুনিলাল দেওয়ানের “নিবেদন” নামে একটি সংকলন ৩২ টি গান ও কবিতা প্রকাশ করা হয়। অপ্রকাশিত আরও গান ও কবিতা সংরক্ষিত আছে। চুনিলালের কবিতা ও গানের প্রতি আসক্তি ছিল। তাঁর লেখা ৩২ টি গান অধ্যাপক নন্দলাল শর্মা কর্তৃক সম্পাদিত “নিবেদন” নামে জানুয়ারি ১৯৮০ সালে রাঙ্গামাটিতে (সরোজ আর্টস প্রেস থেকে দেবী প্রসাদ দেওয়ান কর্তৃক) প্রকাশিত হয়। গানগুলির নামকরন তিনি নিজেই করেছেন এবং প্রতিটি গানের নিচে রচনার তারিখও লিপিবদ্ধ করেছেন। নিজের লেখা অনেক গানে তিনি সুরারোপ করেছিলেন। তাঁর অপ্রকাশিত ৫টি গান ও কবিতা রয়েছে। যতটুকু জানা যায় চুনিলাল দেওয়ানই চাকমা ভাষায় প্রথম আধুনিক কবিতা রচনা করেন। তাঁর লেখা একমাত্র “চাকমা কবিতা” ১৩৫৩ বঙ্গাব্দের (১৯৪৫ ইং) “গৈরিকা”-য় (১১শ বর্ষ ১২শ সংখ্যা) প্রকাশিত হয়। ছাপার অক্ষরে প্রকাশিত বাংলা হরফে মুদ্রিত চাকমা ভাষায় লেখা প্রথম আধুনিক এ কবিতাটির রাজমাতা (তৎকালে রানী) বিণীতা রায় বঙ্গানুবাদও কবিতাটির পাশাপাশি ছাপানো হয়েছিল।


তথ্য সূত্রঃ CHT Archive
Post Link: https://www.facebook.com/share/p/17VVxJu7x9/


No comments:

Jhu Jhu

Welcome to my blog. I don't know how much my blog will help you. Can not help as you like? Let me know your choice in the comments to get your choice. I will try to give your favorite poems and books. Thank you for coming to my blog, come back .

Theme images by luoman. Powered by Blogger.