নন্দলাল শর্মা একজন প্রখ্যাত চাকমা প্রবাদ লেখক, যিনি চাকমা ভাষা ও সংস্কৃতির প্রচার ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর লেখা প্রবাদগুলো চাকমা জনগোষ্ঠীর জীবনের নানা দিককে প্রতিফলিত করে এবং সমাজের নৈতিক ও সামাজিক মূল্যবোধকে তুলে ধরে। নন্দলাল শর্মার কাজ শুধুমাত্র সাহিত্যিক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবেও বিবেচিত হয়। তাঁর প্রচেষ্টায় চাকমা প্রবাদগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে, যা তাদের নিজস্ব সংস্কৃতির প্রতি গর্ববোধ ও সংযোগ বজায় রাখতে সহায়ক। এ বইটিতে রয়েছে চাকমা সমাজে প্রচলিত প্রবাদ প্রবচণ । এগুলোকে চাকমা ভাষায় “ডাগকধা” বলা হয় ।
📥 PDF Download (Free)
নীচের লিংকে ক্লিক করে PDF টি সহজেই ডাউনলোড করতে পারবেন:


Khub dol ekko boi
উত্তরমুছুন