বাংলা কবিতা
রণক্ষেত্রউনাইশৈ মারমা
অদৃশ্যমান জনমানবশূন্য পাহাড়,
স্থির বাতাসে থমথমে পরিবেশ ।
যেন এক নিয়তির নিয়মে বাঁধা ।
ঝিরির ওপারে ঝিঁঝিঁ পোকার ডাক ,
রাত্রি বোধহয় শেষের দিকে,
কোন এক ঝোপের আড়াল হতে,
ভেসে আসছে ধর্ষণের আর্তনাদ ।
প্রকৃতির নির্মল পরিহাস,
স নিশ্চুপ নির্বাক আজ,
ভোরের আলো ফুটতে শুরু করেছে,
ম্রো ভাইয়ের প্লুংয়ের সুর ভেসে আসছে,
কবি আর্তনাদের ছন্দ সাজাতে ব্যস্ত ।
থমথমে পরিবেশেও রক্ত টগবগিয়ে উঠছে,
পথিক হাঁটা থামিয়ে দিয়েছে ।
প্রেমিকা প্রেমপত্রের বদলে,
পোস্টার হাতে নিয়ে রাস্তায় নেমেছে ।
লেখক তার নিরবতার জাল ভেঙে,
বদ্ধ ঘর থেকে বেরিয়ে এসেছে,
কর্মীরা ঘটনা স্থলে উপস্থিত,
আজ যেন সবার ছুটি ।
হোক টা সরকারি কিংবা বেসরকারি ।
যুবকের জামা ঘামে চুপছে গেছে ।
আট বছরের শিশুর হাতে এক পোষ্টার,
”আমি তো ছোট আমাকে ধর্ষণ করা হলো কেন”?
এর জবাব কে দিবে?
ধর্ষক না কি এই রাষ্ট্র?
.png)

কোন মন্তব্য নেই:
Jhu Jhu
Welcome to my blog. I don't know how much my blog will help you. Can not help as you like? Let me know your choice in the comments to get your choice. I will try to give your favorite poems and books. Thank you for coming to my blog, come back .