এই ব্লগটি সন্ধান করুন

"বেহুব" চাকমা কবিতা - টোটো চাকমা // Chakma Kobita "Behub" - Toto Chakma

বেহুব

টোটো চাঙমা



বেহুব চাকমা কবিতা - টোটো চাকমা




কিয়োর আওচ উমোর বারোক,

শত বজর বাজিবার।

কারোর আওচ নিত্তো কুম্বিচ,

গায়রে গায় মুরিবার।

পীরে দুচ্ছেবোয় ছদপদাত্তে -

কেনে গম ওম যাদি।

বেহুপ্পোয় ইন্দি থোগার তেও,

বচ যেবারলোয় মাদি।

হান গোরুয়ে হিয়া ন বুঝোন,

মরণ মানে কি সমাধান?

অনত্থক, আত্থে তুম গরানা,

বেগত্তুন দামী পরানান।

সুক সমারে দুঃক ও আগে,

কানানা লগে আহঝি।

গমানি আমি থোগেয় লোয় পেবঙ,

মানুষ ও তান বেজ পাহঝি।

মদ খেলে কিয়া মাত্তল অনা,

জুও খেলানা কিত্তেয়।

পেলাঙ বেয়ে সম্পদ যার আগে,

জুও অহ্লদে তাত্তেয়।

খেয় ন পুরে, দান ন গরে-

যারে কোয়ে কুলি।

এ সিগুনে নাথ দিনেদি,

লুক দি যান্দোই মুরি।

বেহুবর সংসার আন্ধার,

এ সিগুনরে না কয়।

নিজো পরানান দোয়ে নেই যার,

সিবেই বেহুব অয়।







কোন মন্তব্য নেই:

Jhu Jhu

Welcome to my blog. I don't know how much my blog will help you. Can not help as you like? Let me know your choice in the comments to get your choice. I will try to give your favorite poems and books. Thank you for coming to my blog, come back .

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.